ওয়ার্কার্স পার্টির বাদশাকে হারালেন স্বতন্ত্র প্রার্থী বাদশা

রাজশাহী-১ আসনে ১৪–দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন (বাদশা) ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান (বাদশা)
ছবি: সংগৃহীত

রাজশাহী-২ (সদর) আসনে ১১২ কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এই আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা হেরে গেছেন। তাঁকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা।

শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৯০৬ ভোট। ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ ভোট। এ আসনে অন্যদের মধ্যে জাতীয় পার্টির সাইফুল ইসলাম লাঙ্গল প্রতীকে ১ হাজার ৮২৬, জাসদের আবদুল্লাহ আল মাসুদ সিদ্দিক মশাল প্রতীকে ১ হাজার ৫৪ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. মারুফ শাহরিয়ার ৪০৭ ভোট,  সাংস্কৃতিক মুক্তি জোটের ইয়াসিন আলিফ বিন হাবিব ছড়ি প্রতীকে ৩০৮ ভোট ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. কামরুল হাসান নোঙ্গর প্রতীকে ২২৩ ভোট পেয়েছেন।