মোটরসাইকেলের বিশেষ বক্সে লুকানো ছিল সোয়া কোটি টাকার সোনা

বেনাপোলে মোটরসাইকেলের বিশেষ বক্স থেকে ১৫টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়।
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল এলাকা থেকে ১৫টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে বেনাপোল বন্দর থানার গোগা এলাকায় এক ব্যক্তির মোটরসাইকেলের সামনের বিশেষ বক্স থেকে বারগুলো জব্দ করা হয়। এ সময় জালাল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে বিজিবি।

জব্দ করা সোনার বারের ওজন ১ কেজি ৬৫৩ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ ৪৮ হাজার টাকা। সোনার বারগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আটক জালাল মিয়া বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের আলী কদরের ছেলে।

বিজিবি জানায়, ভারতে সোনা পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা আজ সকালে বেনাপোলের গোগা এলাকায় অভিযান চালান। বিজিবির সদস্যরা সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ৪৬ আর পিলার হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের ভেতরে একটি ইটভাটার সামনের সড়কে অবস্থান নেন। বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন জালাল মিয়া। এ সময় মোটরসাইকেলটির গতি রোধ করেন বিজিবির সদস্যরা। তাঁরা তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সামনের বিশেষ বক্সে লুকানো কালো রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫টি সোনার বার জব্দ করেন। এ ঘটনায় জালাল মিয়াকে আটক করা হয়।

জব্দ করা সোনার বার

অভিযানে নেতৃত্ব দেওয়া লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, আটক সোনা পাচারকারীর বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা সোনা ও মোটরসাইকেল থানায় জমা দেওয়া হয়েছে।