জামালপুরের বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে উপজেলা পরিষদের বিভিন্ন কক্ষে ভাঙচুর ও ওই প্রাঙ্গণে থাকা একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আজ রোববার দুপুর ১২টার থেকে বেলা ২টার মধ্যে এসব ঘটনা ঘটে।
আজ বেলা ১১টার পর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ উপজেলা সদরে উপস্থিত হন। তাঁরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মালিবাগ এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিকে যান তাঁরা। এ তাঁরা বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সেখান থেকে মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা হয়ে উপজেলা পরিষদের দিকে যায়। এ সময় তাঁরা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি কার্যালয়ের কক্ষে ভাঙচুর করেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেকুর রহমানের একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ সময় ওই প্রাঙ্গণে থাকা আরও আটটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে আন্দোলনকারী আবারও শহরের মালিবাগ এলাকায় গিয়ে অবস্থান নেন।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি বকশীগঞ্জেই অবস্থান করছি। এ মুহূর্তে কথা বলার পরিবেশ নেই।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আহাদ খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পরে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, বকশীগঞ্জে সমস্যা হচ্ছে। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।