সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পণ্যবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক এক তরুণ নিহত হয়েছেন। তাঁর নাম ইনজামান হক (২৪)।
আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার চৌকীদহ সেতু এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইনজামান হক উপজেলার ড্যাফলবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি এ বছর সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ থেকে স্নাতক পাস করেছেন।
এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী নাইম হোসেন (১৮) ও সিয়াম হোসেন (২০) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে উল্লাপাড়া পৌর শহর থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে বড়হর ইউনিয়নে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে চৌকীদহ সেতু এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ঢাকা থেকে শাহজাদপুরের বাঘাবাড়ীগামী একটি লরি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইনজামানের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মোটরসাইকেল ও লরি পুলিশ হেফাজতে রয়েছে। লরির চালক ও সহকারী পালিয়েছেন।