সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল

শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করায় হাসপাতালের তত্ত্বাবধায়ককে বদলি

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমারকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে তাঁকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। আর বিকেলে তাঁকে বরিশালে বদলি করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী তত্ত্বাবধায়কের কক্ষে ঢুকে তাঁদের পরিচয় দিয়ে হাসপাতালের ৯টি অনিয়মের বিষয় নিয়ে প্রশ্ন করেন। এতে তিনি (তত্ত্বাবধায়ক) উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালমন্দ ও দুর্ব্যবহার করেন। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই কর্মকর্তার ওপর বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাঁর দ্রুত পদত্যাগ ও শাস্তির দাবি করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সমন্বয়ক আনজারুল ইসলাম বলেন, জেলার গুরুত্বপূর্ণ এ হাসপাতালটি অনিয়মে জর্জরিত। সাধারণ মানুষ সেখানে সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত হয়রানি ও প্রতারণার শিকার হয়। তাঁরা গতকাল সকাল থেকেই হাসপাতালটি পরিষ্কার–পরিচ্ছন্ন করার কাজ করেন। এ সময় হাসপাতালের ৯টি অসঙ্গতি চিহ্নিত করে তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলতে যান। কিন্তু এসব অনিয়মের কথা শুনেই তিনি উত্তেজিত হয়ে উল্টো অকথ্য ভাষায় গালমন্দ ও দুর্ব্যবহার করেন।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। সিরাজগঞ্জ সিভিল সার্জন রামপদ রায় প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি জেনে আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। যার পরিপ্রেক্ষিতে আজ সকালে অভিযুক্ত রতন কুমারকে প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। পরে আজ বিকেলে বরিশালে বদলি করা হয়েছে।’