মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে গাংনীর অলিনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে মেহেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, সাহারবাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফ মালিথা, বামন্দী ইউনিয়ন যুবদলের সহসভাপতি নাহারুল ইসলাম, গাংনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি বশির আহমেদ, সাহারবাটী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাবেল উদ্দীন, বামন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি মাহিদুর রহমান, সহসভাপতি আশরাফুল ইসলাম ও বামন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
ডিবি বলছে, তারা গোপন খবর পায়, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী ইউনিয়নের অলিনগরে বিএনপির নেতা-কর্মীরা নাশকতার জন্য জড়ো হচ্ছেন। পরে তাঁরা সেখানে অভিযান চালান। সেখান থেকে ৯ জনকে গ্রেপ্তার করে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। তবে আরও কয়েকজন পালিয়ে যান।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইস অ্যান্ড অপস) আহসান খান বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। গাংনী থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। মামলার আসামি হিসেবে তাঁদের আদালতে সোদর্প করার প্রক্রিয়া চলছে।