পঞ্চগড়ের বোদা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের নুরপাড়া এলাকায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম হাবিবুর রহমান ওরফে ছুটু (৩২)। তিনি নুরপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। তিনি ভারতীয় গরু ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেন, বিএসএফের গুলিতে আহত যুবককে আজ রোববার ভোরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তাঁর স্বজনেরা। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে ওই যুবকের অবস্থার অবনতি হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রংপুরে নিয়ে গেছেন স্বজনেরা।
বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম বলেন, যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিজিবির বড়শশী বিওপির ক্যাম্প কমান্ডার কোনো কিছু জানাতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত গভীর রাতে বড়শশী ইউনিয়নের নুরপাড়া সীমান্তে হাবিবুর রহমান ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি করেন বিএসএফের একজন সদস্য। এতে তাঁর ডান ঊরুতে গুলি লাগে। তিনি গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে আজ ভোরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে পরিবারের লোকজন তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেছেন।
বড়শশী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম বলেন, হাবিবুর রহমান নামের ওই যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছেন। তাঁর বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরেই ভারতীয় সীমান্ত। শুনেছেন, রাতে বাড়ির পাশের ভারতীয় সীমান্ত এলাকায় বাংলাদেশ অংশ থেকে ওই যুবক বিএসএফ সদস্যদের সঙ্গে তর্ক করার সময় বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি করে। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনার পর থেকে হাবিবুর ও তাঁর স্ত্রীর মুঠোফোন বন্ধ থাকায় আর কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, তাঁকে চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সোহেল বলেন, আজ ভোরে ওই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা লোকজন বলছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর ডান ঊরুর ওপর থেকে রক্ত ঝরছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।