গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আবাসিক এলাকায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অলি মিয়া (৪৩) নামের এক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অলি মিয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরের ধনাই মিয়ার ছেলে। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৯ বছর বয়সী ওই ছাত্রী গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকার একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। এক সপ্তাহ আগে মাদ্রাসার নিরাপত্তা প্রহরী অলি মিয়া তাঁর কক্ষে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং হত্যার হুমকি দিয়ে বিষয়টি অন্য কাউকে জানাতে নিষেধ করেন। এ ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে সে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। গতকাল ওই ঘটনায় কোনাবাড়ী থানায় অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর মা। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অলি মিয়াকে গ্রেপ্তার করে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার অলিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।