সিলেটে এটিএম বুথ থেকে টাকা চুরি করা চক্রটি নারায়ণগঞ্জেও টাকা তুলেছিল: পুলিশ

সিলেটে একটি ডাচ্–বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে রোববার সংবাদ সম্মেলন করে সিলেট মহানগর পুলিশ
ছবি: আনিস মাহমুদ

সিলেটের ডাচ্–বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির সঙ্গে জড়িত এক সদস্য নারায়ণগঞ্জের ইসলামী ব্যাংকের আটটি বুথ থেকে আরও ৯ লাখ টাকা চুরি করেছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ সেটি টের পায়নি। এ ছাড়া বিভিন্ন বুথের লকার থেকে টাকা উঠিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বুঝে ওঠার আগেই আবার বুথে টাকা জমা দিত একটি চক্র।

বুথ থেকে টাকা চুরির ঘটনায় কয়েক দিনে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সিকিউরেক্স কোম্পানির এটিএম বুথ অফিসার আলবাব হোসেন (২২), একই কোম্পানির আমিনুল হক (২৮) ও সিলেটের মোগলাবাজারের বাসিন্দা নুরুল ইসলাম ওরফে মুন্না (২৫)। তাঁদের মধ্যে আমিনুলকে ঢাকার সিকিউরেক্স কোম্পানির কার্যালয় থেকে ও নুরুল ইসলামকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার গ্রেপ্তার করা হয় আলবাবকে। তাঁদের গ্রেপ্তারের তথ্য জানিয়ে আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের বিমানবন্দর আম্বরখানা পুলিশ ফাঁড়িতে সংবাদ সম্মেলন করেন মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।

সংবাদ সম্মেলনে আজবাহার আলী শেখ বলেন, গত ২৮ অক্টোবর রাত ১১টা ৫৫ থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে সিলেট নগরের সুবিদবাজার এলাকার ডাচ্–বাংলা ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় ৩ নভেম্বর বুথের টাকা সরবরাহ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরেক্স প্রাইভেট কোম্পানির সিলেট জোনের এটিএম ইনচার্জ সন্দীপন দাস বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। এর পরপরই কোম্পানির এটিএম বুথ অফিসার আলবাব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার জকিগঞ্জে আলবাবের বাড়ি থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয় ও নুরুল ইসলামকে আটক করা হয়। নুরুলের কাছ থেকেও প্রায় আট লাখ টাকা উদ্ধার করা হয়। ওই রাতেই বিভিন্ন তথ্যের ভিত্তিতে ঢাকার মতিঝিল এলাকার সিকিউরেক্স কোম্পানির কার্যালয় থেকে আমিনুল হককে গ্রেপ্তার করা হয়।

আজবাহার আলী শেখ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ৬ লাখ ৭৮ হাজার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে এটিএম বুথ ও নগদ অ্যাকাউন্টে জমা দিয়েছেন। এ ছাড়া ১ লাখ ৪৮ হাজার টাকা তাঁরা খরচ করে ফেলেছেন। তিনি জানান, মামলার ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশ বুথ থেকে টাকা চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। সে সঙ্গে টাকাও উদ্ধার করেছে। মূলত এটিএম বুথের লকারের পাসওয়ার্ড একই ব্যক্তির কাছে থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। আমিনুল হক এটিএম ইনচার্জ হওয়ায় বিভিন্ন বুথের লকারের পাসওয়ার্ড তাঁর কাছে ছিল। টাকা চুরির দিন এটিএম বুথের নিরাপত্তা প্রহরী মনে করেছিলেন অফিস থেকে তাঁরা কাজের জন্য গিয়েছেন। প্রায়ই তাঁরা বুথে যাওয়া আসা করায় তিনি তাঁদের চেনেন। এ জন্য তিনি সন্দেহ করেননি।

আজবাহার আলী শেখ বলেন, সিলেটের বুথ থেকে টাকা চুরির পর আমিনুল হক নারায়ণগঞ্জের ইসলামী ব্যাংকের আরও আটটি বুথ থেকে লকারের পাসওয়ার্ড দিয়ে আরও ৯ লাখ টাকা উঠিয়েছেন। সেগুলোও তিনি খরচ করে ফেলেছেন। সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ টের পায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীর, সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন ও পরিদর্শক দেবাংশু কুমার দে।