কর্ণফুলী নদী
কর্ণফুলী নদী

কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থী

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নেমে নিখোঁজ হয়েছে নবম শ্রেণির দুই শিক্ষার্থী। তারা হলো শাওন দত্ত (১৬) ও প্রিয়ন্ত দাশ (১৭)। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় নদীতে নামে ওই দুই শিক্ষার্থী। এর পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাদের সহপাঠী প্রীতম ঘোষ প্রথম আলোকে জানিয়েছে, তারা সকালে ৯ জন চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে গিয়েছিল। সীতার ঘাট পৌঁছার পর চারজন নদীতে গোসলে নামে। দুজন উঠতে পারলেও শাওন ও প্রিয়ন্ত তলিয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দুজনের খোঁজ পাওয়া যায়নি।

দুই পর্যটককে উদ্ধারে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ। তিনি বলেন, কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। তিনিও ঘটনাস্থলে গিয়েছেন।