এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাক মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কা, দুজন নিহত

দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক। আজ সোমবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার পাচ্চরসংলগ্ন পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের একজন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার বশির হাওলাদার (৩৫)। তিনি থেমে থাকা ট্রাকের চালক ছিলেন। দুর্ঘটনার সময় বশির তাঁর ট্রাকের নিচে ঢুকে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ করছিলেন। নিহত অন্যজন হলেন—যশোরের কোতোয়ালি উপজেলার সুজলপুর ভেকুটিয়া এলাকার মো. সুজন মিয়া (২৫)। তিনি পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটির চালকের সহকারী।

দুর্ঘটনায় এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে যাওয়া ট্রাকটির চালক এবং পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাঙ্গিবাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক বশির ট্রাকটি এক্সপ্রেসওয়েতে থামিয়ে নিচে ত্রুটি মেরামতের কাজ করছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের নিচে থাকা চালক বশির মারা যান। ধাক্কা দেওয়া অপর ট্রাকের চালকের সহকারী সুজনসহ গুরুতর আহত হন তিনজন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুল্লাহ হেল বাকী। তিনি বলেন, দুর্ঘটনায় দুই ট্রাকের দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে যাওয়া ট্রাকটির চালক এবং পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ এবং ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।