কক্সবাজারের উখিয়া উপজেলার গহীন পাহাড় থেকে দেশি দুটি বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও বালু উত্তোলনের তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা উপজেলার থাইংখালী তেলখোলার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশের যৌথ দল।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন প্রথম আলোকে বলেন, পাহাড়ের একটি পরিত্যক্ত ঘরের সুড়ঙ্গে এসব অস্ত্রের সন্ধান পাওয়া যায়।
উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, তেলখোলার গহীন পাহাড়ের একটি ঝুপড়ি ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশি তৈরি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। অস্ত্র উদ্ধারের ঘটনায় উখিয়া থানায় ও কক্সবাজার বন আদালতে শেখ রাসেল নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে মামলার প্রস্তুতি চলছে।