ঢাকার সাভারে ১০ দিন ধরে শারীরিক ও বাক্প্রতিবন্ধী এক নারী নিখোঁজ। ওই নারীর নাম বেবী বেগম (৪৮)। নিখোঁজ বেবী বেগম বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর গ্রামের আহম্মদ শেখের স্ত্রী। তিনি সাভারে মেয়ের বাসায় বেড়াতে এসে নিখোঁজ হন। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁর স্বজনেরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেবী বেগমের মেয়ে আমেনা আক্তার সাভারের রাজাশন পুল মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি সাভারে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রায় এক মাসে আগে বেবী বেগম মেয়ের বাসায় বেড়াতে আসেন। ১৭ নভেম্বর দুপুরে তিনি মেয়ের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এর পর থেকে তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ২০ নভেম্বর মায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে আমেনা থানায় জিডি করেন।
আমেনা বেগম বলেন, সাভারে বিভিন্ন স্থানসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাঁর মায়ের সন্ধান পাননি। মায়ের নিখোঁজের ঘটনায় তাঁদের উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে। এ ব্যাপারে তিনি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।