নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মুহুরিগঞ্জে ত্রাণ নিচ্ছেন বন্যার্ত্র। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এখানে ত্রাণ বিতরণ করা হয়। আজ দুপুরে
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মুহুরিগঞ্জে ত্রাণ নিচ্ছেন বন্যার্ত্র। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এখানে ত্রাণ বিতরণ করা হয়। আজ দুপুরে

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ

নোয়াখালীতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ পেল আরও ১৫০ পরিবার

নোয়াখালীতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণসহায়তা পেয়েছে আরও ১৫০ পরিবার। আজ শনিবার জেলার সোনাইমুড়ী উপজেলার মুহুরীঞ্জ, নোয়াখালী পৌরসভা, সদর উপজেলার কাদিরহানিফ ও সীমান্তবর্তী তিতারকান্দি এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ পেয়ে তিতারকান্দি গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন বলেন, তিনি নির্মাণশ্রমিক। বন্যার কারণে ১০-১২ দিন ধরে কাজ বন্ধ রয়েছে তাঁর। স্ত্রী-সন্তানদের নিয়ে অনেক কষ্টে দিন কাটছিল। প্রথম আলো ট্রাস্টের যে ত্রাণ পেয়েছেন, তাতে স্ত্রী-সন্তান নিয়ে কয়েক দিন নিশ্চিন্তে থাকতে পারবেন।

তিতারকান্দি গ্রামের চল্লিশোর্ধ্ব নারী কোহিনুর বেগম বলেন, তাঁর ঘরের ভেতরে পানি, বাইরেও পানি। পানির কারণে পাশের একটি আশ্রয়কেন্দ্রে উঠেছেন। সেখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা হলেও এত দিন কোনো ত্রাণ পাননি। প্রথম আলো ট্রাস্টের ত্রাণ পেয়ে অনেক খুশি তিনি। বাড়ি ফিরে ছেলেমেয়েকে নিয়ে রান্না করে খেতে পারবেন।