চাঁদপুরে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ স্কুলশিক্ষার্থীর

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব রামদাসদী এলাকায় ফুটবল খেলার সময় শরীরে বিদ্যুতের তার পড়ে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাঁশ দিয়ে বিদ্যুতের তার থেকে তাঁদের ছাড়াতে গিয়ে হাফেজ খান (৭০) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই শিক্ষার্থীর নাম মো. মিনহাজ (১৫) ও মো. তামীম (১৬)। তারা পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তাদের মধ্যে মিনহাজ রামদাসদী লালুর দোকান এলাকার জাহাঙ্গীর খানের ছেলে এবং শামীম একই এলাকার আকতার হোসেনের ছেলে।

আহত হাফেজ খানকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে হামলা করেন। এতে হাসপাতালের পাঁচজন স্টাফ আহত হন। পরে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী শিউলি আক্তার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির সামনের মাঠে মিনহাজ ও তামীম খেলা করছিল। তখন বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে তাদের গায়ে পড়ে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে স্থানীয় হাফেজ খানও আহত হন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই দুই কিশোরকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, দুই শিক্ষার্থীর লাশ হাসপাতাল থেকে থানায় এনে রাখা হয়েছে। তাদের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার চেষ্টা করে হাসপাতালের কর্মচারীদের মারধর করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।