বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি ডোবা থেকে আড়াই বছর বয়সী একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পুটিখালী ইউনিয়নের পুটিখালী গ্রামের একটি সুপারিবাগানের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া ওই শিশুর নাম সিফাত খান। শিশুটি পুটিখালী গ্রামের আসাদ খানের ছেলে। আজ ভোররাত থেকে শিশুটিকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবারের লোকজন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তার সৎমা সাজেদা বেগমকে আটক করেছে পুলিশ।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাতের খাবার খেয়ে শিশুটি নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। এর আগে সন্ধ্যায় শিশু সিফাতের মা লাভলী বেগম ও সৎমা সাজেদা বেগমের মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। রাত ১২টার দিকে সিফাতের বাবা আসাদ তার মা লাভলী বেগমকে সঙ্গে নিয়ে পাশের মাঠে মাছ ধরতে যান। ভোর চারটার দিকে তাঁরা বাড়িতে ফিরে সিফাত ও তার সৎমাকে খুঁজে পাননি। আজ দুপুর সাড়ে ১২টার দিকে পাশের একটি সুপারিবাগানের মধ্যের ডোবায় শিশু সিফাতের লাশ ভাসতে দেখে স্বজনেরা উদ্ধার করেন। পরে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর সৎমাকে আটক করা হয়েছে। শিশুটিকে হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।