সিলেটে র‌্যাবের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগের নেতা অদুদ আলম। রোববার বিকেলে
সিলেটে র‌্যাবের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগের নেতা অদুদ আলম। রোববার বিকেলে

সিলেটে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অদুদ আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। কোনো পদপদবি না থাকলে তিনি আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেলা তিনটার দিকে সিলেট নগরের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে অদুদ আলমকে (৫৬) গ্রেপ্তার করা হয়। ৩ সেপ্টেম্বর মহানগরের কোতোয়ালি মডেল থানায় নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া একটি মামলার আসামি তিনি। গ্রেপ্তার ব্যক্তিকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বাড়ি ছাতকের কালারুকা গ্রামে।

সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি অদুদ আলম। র‌্যাব তাঁকে গ্রেপ্তার করেছে।