সাতক্ষীরার শ্যামনগর থানা গত ৫ আগস্ট লুট হওয়া এই পিস্তল আজ শনিবার দুপুরে উদ্ধার করা হয়
সাতক্ষীরার শ্যামনগর থানা গত ৫ আগস্ট লুট হওয়া এই পিস্তল আজ শনিবার দুপুরে উদ্ধার করা হয়

শ্যামনগর থানা থেকে ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় দিকে উপজেলা সদরের নিকটস্থ কাচটাহাঁড়ি এলাকার একটি সমাধিস্থলের পাশ থেকে নাইন এমএম এ পিস্তল উদ্ধার করা হয়। ঝোপের মধ্যে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল অস্ত্রটি।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্ট শ্যামনগর থানায় হামলা করে কয়েক শ দুষ্কৃতকারী। তারা থানা ভবনে থাকা সরকারি, বেসরকারি অস্ত্রসহ অন্য মালামাল লুট করার পর অগ্নিসংযোগ করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্যা বলেন, থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। আজ দুপুরে খবর পেয়ে সহকারী উপপরিদর্শক রিপন মজুমদার ও মো. ওমর মিয়া কাচটাহাঁড়ি এলাকার একটি সমাধিস্থলে অভিযান চালান। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিন ব্যাগে থাকা একটি নাইন এমএম পিস্তল পাওয়া যায়। এ ছাড়া সাতটি সরকারি আগ্নেয়াস্ত্র, ব্যক্তিমালিকানাধীন অস্ত্র ও আলামত হিসেবে জব্দ করা দেড় ডজন অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। লুণ্ঠিত এসব অস্ত্রের বিষয়ে উপযুক্ত তথ্য প্রদানকারী কিংবা জমাদানকারীকে পুরস্কৃত করার ঘোষণা দেন ওসি।