কক্সবাজার পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ছিলেন বর্তমান মেয়র মুজিবুর রহমানসহ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সাতজন নেতা। তবে সবাইকে চমকে দিয়ে মনোনয়ন পেয়েছেন মাহবুবুর রহমান চৌধুরী। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর এবং প্যানেল মেয়র-১ এর দায়িত্ব পালন করে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একজন নেতা প্রথম আলোকে বলেন, বর্তমান মেয়র মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন। কিন্তু এক পরিবার থেকে দুজন (মুজিবুর রহমানের চাচাতো ভাই মাসেদুল হক) মনোনয়ন চাওয়ায় মাহবুবুর রহমান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তা ছাড়া মুজিবুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দলীয় কোন্দল ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযুক্ত হওয়ার বিষয়টি মনোনয়ন বোর্ডের নজরে আসে।
কক্সবাজার আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রাশেদুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল খালেক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইশতিয়াক আহমদ।
মাহবুবুর রহমান চৌধুরী জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাঁকে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। ওই সভায় দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
পরে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পাঁচটি সিটি করপোরেশন, তিনটি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
দলীয় মনোনয়ন পাওয়ার পর মাহবুবুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অতীতে পৌরসভার নাগরিকের পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান ও পৌর শহরকে আধুনিক মডেল টাউনে পরিণত করতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সব মহলের সহযোগিতা চাই।’
কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান।
৩ এপ্রিল নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ দিন ২৫ মে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, পৌরসভার ১২টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।