সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ ওঠায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মিজানুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার দুপুরে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ, আদিতমারী উপজেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. মিজানুর রহমানকে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো।
আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠায় মো. মিজানুর রহমানকে পদ থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২০২২ সালের ১০ অক্টোবর তিন বছর মেয়াদি আদিতমারী উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। তাতে সহসভাপতি পদ পেয়েছিলেন মিজানুর রহমান। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ২০১০ সালের পর থেকে আদিতমারীতে থাকতেন না মিজানুর রহমান। এরপরও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সুপারিশে তাঁকে সহসভাপতির পদ দেওয়া হয়। গত ১৪-১৫ বছরে আদিতমারীর মহিষখোচা এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানের আঙুল ফুলে কলাগাছ হওয়ার বিষয়টি এলাকায় প্রচার রয়েছে। তাঁর আত্মীয় একই এলাকার বাসিন্দা বিজি প্রেসের সাবেক এক কর্মচারী তাঁকে প্রশ্নপত্র ফাঁসের এই চক্রে শামিল করেন বলে এলাকায় প্রচার রয়েছে।