চট্টগ্রামের চন্দনাইশে মো. মুছা (৫৫) নামের এক অটোরিকশাচালককে তাঁর ছোট ভাই আবদুল বায়েজ (৫০) খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা ছগিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পাওনা টাকাকে কেন্দ্র করে বিবাদে আবদুল বায়েজ বড় ভাই মুছাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
নিহত মুছা ওই এলাকার মরহুম আবদুল ওয়ারেছের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। অভিযুক্ত আবদুল বায়েজ গবাদিপশুর ওষুধ বিক্রির দোকানের কর্মচারী।
পুলিশ জানায়, মুছার কাছে তাঁর ছোট ভাই আবদুল বায়েজ এক লাখ টাকা পান। ২০১৩ সালে এই টাকা ধার দেন তিন। এ নিয়ে নানা সময় দুই ভাই মুছা ও আবদুল বায়েজের মধ্যে কথা-কাটাকাটি হয়। আজ তাঁদের তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুল বায়েজ তাঁর বড় ভাই মুছাকে ছুরিকাঘাত করেন। এরপর মোটরসাইকেল নিয়ে তিনি পালিয়ে যান। পরিবারের লোকজন মুছাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আবদুল বায়েজ তাঁর স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি। ২০০৬ সালে তাঁর স্ত্রী বিষ পানে আত্মহত্যা করেন। আবদুল বায়েজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।