শ্রীপুরে ৬ ঘণ্টার ব্যবধানে সড়কে প্রাণ গেল আরও এক শিশুর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার মাওনা উড়াল সড়কের নিচে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম মো. রাহাত মিয়া (১০)। সে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কুরচাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এর আগে আজ সকাল সাড়ে আটটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মাহিয়া আক্তার (৭) নামে এক শিশু মারা যায়।

প্রত্যক্ষদর্শী মো. আবদুর রাজ্জাক বলেন, রাহাত মিয়া তার বাবা-মায়ের সঙ্গে দুপুরে মাওনা উড়াল সড়কের নিচে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহমুখী লেন থেকে একটি কাভার্ড ভ্যান রাহাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রাহাত মারা যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। চালক মো. ফারুক মিয়াসহ কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। আটক ফারুকের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার নিধাচর গ্রামে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।