বিকাশ–প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কুমিল্লায় বই উপহার পেল ১০ টি প্রতিষ্ঠান
বিকাশ–প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কুমিল্লায় বই উপহার পেল ১০ টি প্রতিষ্ঠান

বিকাশ– প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ

কুমিল্লার দশটি প্রতিষ্ঠান পেল ৪ হাজার বই

পাঠাগারে পড়াশোনা করা ছাড়া আর কোনো কাজ নেই। পাঠাগার থেকেই জ্ঞান আহরণ করা যায়, বিশ্ব প্রকৃতি সম্পর্কে সবকিছু শেখা যায়। পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হতে পারবে। গতকাল মঙ্গলবার কুমিল্লা নগরের কান্দিরপাড়ে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে ১০টি পাঠাগারকে প্রায় ৪ হাজার ৩০০ বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে কুমিল্লা বন্ধুসভার সদস্যরা। কুমিল্লা নগরে অবস্থিত কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুল, কুমিল্লা মডার্ন হাইস্কুল, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিফা নিরোদা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন (কুমিল্লা টাউন হল), কুমিল্লার কোটবাড়ী এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং বরুড়ার নলুয়া মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারগুলোকে এসব বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন প্রথম আলোর কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা, কুমিল্লা বন্ধুসভার সাধারণ সম্পাদক প্রশান্ত কর্মকারসহ অনেকে।

চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট। কেউ চাইলে বিকাশ অ্যাপের মাধ্যমে এ উদ্যোগের সহযোগী হতে পারেন। সংবাদদাতা, কুমিল্লা