দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সেচপাম্পের ঘরের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় বিদ্যুতের তারে জড়িয়ে একটি গরু মরে গেছে। আজ সোমবার বেলা একটায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল জব্বার (৬০)। তিনি জয়পুর গ্রামের পূর্বপাড়ার মৃত ঝড়ু ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল জব্বার গরুকে ঘাস খাওয়ানোর জন্য বের হয়েছিলেন। জয়পুর গ্রামের জুলফিকার হোসেনের সেচপাম্পের ঘরের পাশে তারে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। গরুটিকে বাঁচাতে গিয়ে আবদুল জব্বার তারে জড়িয়ে যান। ঘটনাস্থলে তিনি মারা যান। ওই ঘটনায় গরুটিও প্রাণ হারায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, সেচপাম্পের ঘরের বিদ্যুতের তারে জড়িয়ে আবদুল জব্বারের মৃত্যু হয়েছে। স্বজনেরা তাঁর মরদেহ নিয়ে গেছেন।
ওসি বজলুর রশিদ আরও বলেন, খবর পেয়ে তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান ও পল্লী বিদ্যুতের রানীর বন্দর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবদুর কাদের ঘটনাস্থলে গিয়েছিলেন। উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে।