নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আবারও রেললাইনে ভাঙন দেখা দিয়েছে। ভাঙা স্থানে এলাকাবাসীর গুঁজে দেওয়া পাটের বস্তার ওপর দিয়ে পার হয়ে যায় ট্রেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাড়িয়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া রেলগেট এলাকায় রেললাইন ভাঙা দেখতে পান স্থানীয় লোকজন। রাজশাহী থেকে পাবনাগামী ঢালারচর এক্সপ্রেস নামে কমিউটার ট্রেন আসতে দেখে তাঁরা লাল কাপড় ও হাত তুলে থামানোর চেষ্টা করেন। সেই সঙ্গে স্থানীয় লোকজন রেললাইনের ভাঙা স্থানে চটের বস্তা গুঁজে দেন। পরে ধীরগতিতে ট্রেনটি ওই ভাঙা স্থান পার হয়ে যায়। এতে ট্রেন লাইনচ্যুত হওয়া বা কোনো দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় ট্রেনটি। তবে ট্রেনটি কিছুদূর গিয়ে থেমে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ট্রেনের পরিচালক বিষয়টি কন্ট্রোল রুমে জানালে আবদুলপুর জংশন থেকে রেলওয়ের কর্মীরা গিয়ে রাত সাড়ে আটটার দিকে লাইনটি মেরামত করেন। এর আগপর্যন্ত বস্তা গুঁজে দিয়ে সেখানে ধীরগতিতে ট্রেন চালানো হয়।
এর আগে ৮ মে সকালে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় চার ইঞ্চি রেললাইন ভেঙে যায়। পরে সেই ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে ধীরগতিতে চলে ট্রেন।