নড়াইলে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথিরা যোগ্য নাগরিক হওয়ার জন্য শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আসা কৃতী শিক্ষার্থীদের পদচারণে আজ সকাল ৯টা থেকেই শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ মুখর হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে কেউ কেউ মা-বাবাও সঙ্গে নিয়ে এসেছে। শিক্ষার্থীরা প্রথমে বুথ থেকে বন্ধুসভার সদস্যদের কাছ থেকে স্ন্যাকস ও ক্রেস্ট সংগ্রহ করে। কেউ কেউ শিল্পকলা একাডেমি চত্বরটি ঘুরে ঘুরে দেখছিল। সবার চোখেমুখে খুশির ঝিলিক। মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগপর্যন্ত তাঁরা সহপাঠী ও বন্ধুদের সঙ্গে গল্প, আড্ডা ও সেলফিতে মেতে ওঠে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নড়াইল বন্ধুসভার উপদেষ্টা শেখ জাদী নাঈমা জব্বারী। তিনি বলেন, ‘শুধু জিপিএ-৫ পেয়ে ভালো শিক্ষার্থী হলেই চলবে না, মানুষের মতো মানুষ হতে হবে। তোমাদের সামনে বিশাল সমুদ্র অপেক্ষা করছে। পুকুর থেকে সবেমাত্র তোমরা খালে নেমেছ। এই খাল পার হয়ে নদী, নদী পার হয়ে তবেই না পাবে সমুদ্রের দেখা। যোগ্য নাগরিক হতে গেলে শিক্ষার কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষিত হওয়ার পাশাপাশি নিজেকে বড় মাপের মানুষ হিসেবে তৈরি করতে হবে। পাশাপাশি ভালোবাসতে হবে দেশকে।’
শিক্ষাজীবনে প্রথমবার এমন সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে অনেক শিক্ষার্থী তাদের ভালো লাগার কথা জানিয়েছে। নড়াইল সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী শেখ সামিয়া জানায়, ‘আমাদের সামনে আরও অনেক এগিয়ে যেতে হবে। উচ্চমাধ্যমিকে ভালো করতে হবে, বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হবে। আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি।’
নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী লিখন দে বলে, ‘এখানে এসে অনেক ভালো লাগছে।’
অনুষ্ঠানের মঞ্চে বক্তব্যের পাশাপাশি দিনব্যাপী আবৃত্তি, নাচ ও গান পরিবেশিত হবে। সংবর্ধনা অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স এবং ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস।
দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।