রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের তারসহ আটক দুই তরুণ

আটক
প্রতীকী ছবি

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের তামার তারসহ চুরির অভিযোগে দুই তরুণকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। আজ সোমবার সকালে বিদ্যুৎকেন্দ্রের ফায়ার স্টেশনের পশ্চিম পাশ থেকে দুজনকে আটক করেন খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের সদস্যরা।

আটক দুজন হলেন গোপালগঞ্জের বানস্বরদী গ্রামের মো. ইফাজুল ইসলাম (১৮) ও কুষ্টিয়ার খাড়ারা এলাকার মো. আবু হানিফ (১৮)।

আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাচল দেখে দুই তরুণকে তল্লাশি করে তার কাটার সরঞ্জাম ও ছয় কেজি তামার তার জব্দ করা হয়। এ সময় ওই তরুণদের আটক করা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, আজ সকালে এক সংবাদের ভিত্তিতে তামার তারসহ দুজনকে আটক করা হয়। আটক দুজনকে রামপাল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, গত ৯ মাসে ৫০টির বেশি অভিযানে ৫৩ লাখ ৩ হাজার ৮০০ টাকার চোরাই মালামালসহ চুরিতে জড়িত ৩৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে কয়লাসংকটে তিন দিন ধরে বন্ধ আছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কেন্দ্র সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে রিজার্ভ কয়লা দিয়ে উৎপাদন চালু রাখা হলেও রিজার্ভ শেষ হয়ে যাওয়ায় ও ডলারসংকটে নতুন কয়লা না আসায় গত শনিবার সকাল থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে কবে নাগাদ উৎপাদন স্বাভাবিক হবে, তা নির্দিষ্ট করে বলতে পারেনি কর্তৃপক্ষ।