সিলেটে জমে উঠেছে প্রথমার বইমেলা

প্রথমা বইমেলায় ‘সিলেটে নারীদের সাহিত্যচর্চা’ শীর্ষক আলোচনা সভা। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরের আম্বরখানা এলাকায় প্রথমা বিক্রয়কেন্দ্রে
ছবি: প্রথম আলো

সিলেটে জমে উঠেছে প্রথমা প্রকাশন আয়োজিত বইমেলা। নগরের আম্বরখানা এলাকার ইউনিমার্ট বিল্ডিংয়ের নিচতলায় প্রথমা বিক্রয়কেন্দ্রে ১০ দিনব্যাপী এ বইমেলা চলছে। মেলা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

আজ বৃহস্পতিবার মেলার সপ্তম দিনে সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘সিলেটে নারীদের সাহিত্যচর্চা’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে লেখক মাসুদা সিদ্দিকা রুহী, আয়েশা মুন্নী, ইশরাক জাহান জেলী, সেনুয়ারা আক্তার চিনু, আলেয়া রহমান ও আশালতা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথমা বিক্রয়কেন্দ্র সিলেটের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।

এর আগে বিকেল সাড়ে চারটায় মুরারিচাঁদ (এমসি) কলেজ বন্ধুসভার আয়োজনে আবু ইসহাকের ‘সূর্য দীঘল বাড়ি’ বই নিয়ে পাঠচক্র হয়। এটি সঞ্চালনা করেন দেবব্রত সরকার। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু সুমন মিয়া, মেহেদী হাসান জাকারিয়া, লিমা তালুকদার প্রমুখ। পাঠচক্রে অংশ নিয়ে সেরা তিন বন্ধু পুরস্কার হিসেবে বই জিতে নেন। পুরস্কৃত বন্ধুদের হাতে বই তুলে দেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ।

আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিনই মেলায় প্রচুরসংখ্যক লেখক-পাঠক ভিড় করছেন। মেলায় প্রথমার বই ৩০ থেকে ৭০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্যান্য দেশি-বিদেশি বইও বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলছে।

মেলার সপ্তম দিনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সৈয়দ নাকীব সাদী ও জ্যেষ্ঠ প্রভাষক তহুরা খাতুন, ভ্রমণ-লেখক মোয়াজ আফসার, কবি রিপন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।