নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল শেখ হাসিনা সরণির আন্ডারপাসে পিকনিকের বাস আটকে মো. নিখিল (১২) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন নারী শিশুসহ আরও অন্তত ২২ জন।
শনিবার সকাল ১০টার দিকে পূর্বাচল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হতাহত সবাই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নারায়ণগঞ্জ শাখার কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য।
আহত ব্যক্তিদের মধ্যে ১২ জন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা উদ্দীপন ভক্ত এবং তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশনের নারায়ণগঞ্জের ডিজিএম প্রকৌশলী মামুন আর রশীদ প্রথম আলোকে জানান, শনিবার সকালে তিতাস গ্যাসের কর্মচারীরা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে রূপগঞ্জের একটি পার্কে বার্ষিক পিকনিকে যাচ্ছিলেন। এ সময় পিকনিকের একটি দোতলা বাস ওই আন্ডারপাসে আটকে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। পরে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
মামুন আর রশীদ জানান, তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের পা থেঁতলে গেছে।
দুর্ঘটনার কারণ জানতে চাইলে উদ্দীপন ভক্ত প্রথম আলোকে বলেন, চালক ভুল করে সড়কটিতে উঠে যান এবং বেপরোয়া গতিতে গাড়ি চালান। এতে আন্ডারপাসের ছাদে বাসটি আটকে ওই হতাহতের ঘটনা ঘটে।