চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকে ধাক্কা খেয়ে একটি গাড়ির চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ছয়টার দিকে মিরসরাইয়ের হাদিফকিরহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—চালক মো. মাহবুব (৩৫) ও গাড়িতে থাকা যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)। মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার মো. সোবহানের ছেলে। মাইনুদ্দিন একই এলাকার ফুল মিয়ার ছেলে। দুর্ঘটনায় মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী, দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, আজ ভোরে হাদিফকিরহাট বাজারে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে এসইউভি ধরনের গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়ির সামনের অংশ কেটে দুজনকে মৃত এবং ভেতর থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কুমিরা হাইওয়ে থানা–পুলিশের তেরিআল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, আজ ভোরে কক্সবাজার থেকে কুমিল্লা যাওয়ার পথে মিরসরাইয়ের হাদিফকিরহাট বাজারে রাস্তার পাশে থামানো একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে ধাক্কা দেয় একটি গাড়ি। এতে চালকসহ দুজন নিহত হয়েছেন। চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে।