দেশের অর্থনীতিতে সংকট রয়েছে, একটু অপেক্ষা করুন সব ঠিক হয়ে যাবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জের জগন্নাথপুরে গভীর নলকূপ ও শৌচাগারের নির্মাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান
 ছবি: প্রথম আলো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশের অর্থনীতিতে কিছু সংকট দেখা দিয়েছে। আমরা এসব সংকট মোকাবিলা করতে কাজ করছি। একটু অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে। পেঁয়াজের দাম কমছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। আগে গ্রামের মানুষ বিশুদ্ধ পানির জন্য কষ্ট করতেন, আমরা তা দূর করতে কাজ করছি। এখন আমরা ঘরে ঘরে বিশুদ্ধ পানি সরবরাহ করব।’

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক হাজার মানুষের মধ্যে গভীর নলকূপ এবং শৌচাগারের নির্মাণসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

ওই অনুষ্ঠানে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে। বিশেষ করে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের প্রচেষ্টা সর্বমহলে প্রশংসনীয়। গ্রামের মানুষের জন্য ঘরে ঘরে বিদ্যুৎ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, উপবৃত্তিসহ নানাভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে সরকার। তিনি বলেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি ও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষ কিছুটা কষ্টে আছেন। আমরা এসব কষ্ট দূর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম। উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলামের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ব্যাংকার শাহাদাত মান্নান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মুকিত প্রমুখ।