জয়পুরহাটের আক্কেলপুরে জাল টাকা দিয়ে নারকেল কেনার সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় উপজেলার রায়কালী হাটে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মো. মিঠু (৪০)। তিনি নওগাঁ জেলার খাস নওগাঁ মহল্লার মোজাম্মেল হোসেনের ছেলে। মিঠু জাল টাকার নোটের কারবারি বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ মঙ্গলবার ছিল রায়কালী হাটবারের দিন। মিঠু ওই হাটে এসে দোকানি গোলাম মোস্তফার কাছে এক জোড়া নারকেল কিনে এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি পাতলা দেখে দোকানি গোলাম মোস্তফার সন্দেহ হয়। তিনি পাশের দোকানিকে এক হাজার টাকার নোটটি দেখালে সেটা জাল বলে তিনি জানান। এরপর সেখানে একজন ব্যাংক কর্মকর্তা এসে টাকাটি জাল বলে শনাক্ত করেন। ওই ব্যক্তির কাছে আরও একটি এক হাজার টাকার নোট পাওয়া যায়। সেটিও জাল বলে শনাক্ত করেন ওই ব্যাংক কর্মকর্তা। এরপর দোকানিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, আটক ব্যক্তির কাছে এক হাজার টাকার দুটি জাল নোট পাওয়া গেছে। একটি নোট দিয়ে নারকেল কেনার সময় তিনি ধরা পড়েন। তিনি জাল টাকার কারবারি বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা প্রথম আলোকে বলেন, জাল টাকার নোটসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।