করোনার নতুন উপধরন বিএফ.৭ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মানিকগঞ্জে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে এই সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ।
বিএফ.৭ মোকাবিলায় সরকারের প্রস্তুতির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে করোনা খুব ভালো নিয়ন্ত্রণে রয়েছে। করোনা বৃদ্ধি পায়নি। কিন্তু আশপাশের দেশে, বিশেষ করে চীনে নতুন উপধরন (বিএফ.৭) দেখা দিয়েছে এবং বৃদ্ধি পাচ্ছে। আমরা বিষয়টি নজরে এনে ব্যবস্থা নিয়েছি। হাসপাতাল তৈরি রাখা হয়েছে। বিমান, স্থল ও জলবন্দরগুলোতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে চিকিৎসক ও নার্সরা রয়েছেন।’
মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে কোনো যাত্রী এলে তাঁদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কারও পরীক্ষায় করোনা পজিটিভ হলে তাঁকে হাসপাতালে আইসোলেশনে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে চীন থেকে কতিপয় যাত্রী আসার পর তাঁদের করোনা পজিটিভ শনাক্ত হয়। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা ভালো আছেন। এখনো এই দেশে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি। এই ভেরিয়েন্ট যেন না ছড়ায়, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শীতের কারণে বেশ কিছু রোগ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে শিশু ও বৃদ্ধদের অনেকে ভর্তি হয়েছেন। এই শীতে গরম কাপড় পরিধানের পাশাপাশি অযথা বাইরে ঘোরাঘুরি থেকে বিরত থাকতে হবে।
ছাত্রলীগের ইতিহাস তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ছাত্রলীগ মানে দেশের ভবিষ্যৎ, আওয়ামী লীগের ভবিষ্যৎ। দেশে বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগ নেতৃত্ব দিয়ে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ছাত্রলীগ সৃষ্টি করেছেন। ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এই ইতিহাস ধরে রাখতে কাজ করতে হবে। নিজেদের গড়তে হবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে ছাত্রলীগের শক্তিশালী ভূমিকা রয়েছে। ছাত্রলীগ দেশে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখছে।
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে ছাত্রলীগের সদস্যদের নিজেদের গড়তে হবে। মানুষের প্রতি দরদ থাকতে হবে, সহযোগিতা করতে হবে। সঠিকভাবে জীবন যাপন করতে হবে। ভালো কাজে নিয়োজিত থাকতে হবে। কখনো খারাপ কাজ করা যাবে না। আর তা না হলে শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগ ও সরকারের সুনাম ক্ষুণ্ন হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ছাত্রলীগের নেতা-কর্মীদের কাজ করতে হবে।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিরোধী দল শুধু সমালোচনা করে এবং পেছনের দরজা দিয়ে কীভাবে ক্ষমতায় আসা যায়, সেই চেষ্টা করে। নির্বাচনে জয়লাভ করলে ক্ষমতায় আসবে। অন্যথায় যেখানে থাকার কথা সেখানেই থাকবে। মানুষ উন্নয়ন চায়, সন্ত্রাস নয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরায়েশী ওরফে সুমন। এটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান প্রমুখ।