নীলফামারী-২ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সেখান থেকে শহরের চৌরঙ্গী মোড়ে দলীয় কার্যালয়ে যান আসাদুজ্জামান নূর। পরে কর্মী-সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এর আগে সকালে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে এক সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। পঞ্চমবারের মতো আসাদুজ্জামান নূরকে দলীয় মনোনয়ন দেওয়ায় এ সভার আয়োজন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহসভাপতি মো. হাফিজুর রশীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ বক্তৃতা করেন।
আসাদুজ্জামান নূর তাঁর বক্তব্যে বলেন, ‘আজ ২৭ বছর ধরে আমাদের একসঙ্গে পথচলা, আমাদের এই ঐক্যের ফলে আজকের বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমাদের জীবনের পরিবর্তন এসেছে, সেটার আমরা নিজেরাই সাক্ষী। নিজেদের দিকে তাকালেই আমরা তা বুঝতে পারি।’
২০০১ সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনের পর তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছিলেন।