সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত

জামালপুর সদরে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার টিউবওয়েলপাড়া মোড় এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে মোস্তাফিজুর রহমান জামালপুর শহরের বেলটিয়া কামিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক ও জামায়াতে ইসলামীর সদর উপজেলার নায়েবে আমির ছিলেন। এ ছাড়া অন্য দুজন হলেন মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া এলাকার বাসিন্দা অটোরিকশাচালক রোকন মাহমুদ (৪৫) এবং একই উপজেলার শেখ সাদি এলাকার আবদুল মালেক (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি এলাকা থেকে দুজন যাত্রী নিয়ে জামালপুর শহরের দিকে আসছিলেন অটোরিকশাচালক রোকন মাহমুদ। শহরের টিউবওয়েলপাড়া এলাকায় পৌঁছালে অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। স্থানীয় লোকজন অন্য দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। আবদুল মালেক হাসপাতালেই মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক বলেন, দুজনের মরদেহ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।