নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত জিয়া হলের (টাউন হল) ওপরে জিয়াউর রহমানের ছবি পুনঃস্থাপন করেছে
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত জিয়া হলের (টাউন হল) ওপরে জিয়াউর রহমানের ছবি পুনঃস্থাপন করেছে

নারায়ণগঞ্জে টাউন হল থেকে অপসারণ করা জিয়াউর রহমানের ছবি পুনঃস্থাপন

প্রায় চার মাস আগে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত জিয়া হলের (টাউন হল) ওপরে স্থাপিত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল রাতের আঁধারে ভেঙে ফেলা হয়েছিল। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলমের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা সেখানে জিয়াউর রহমানের ছবি পুনঃস্থাপন করেন।

গত ৪ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে টাউন হলের ছাদের ওপরে দুটি সিমেন্টের পিলারে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরালের দুটি পায়ার রড কেটে ভেঙে ফেলা হয়। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা ক্ষোভ ও নিন্দা জানান।

বিএনপির নেতারা বলেন, ঘটনার কিছুদিন আগে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ঘোষণা দিয়েছিলেন সেখানে ৬ দফা মঞ্চ তৈরি করবেন। শামীম ওসমানের নির্দেশে তাঁর লোকজন রাতের আঁধারে জিয়াউর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলেন।

মাকছুদুল আলম প্রথম আলোকে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে রাতের আঁধারে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যায়নি। তাই টাউন হলের ছাদের ওপর জিয়াউর রহমানের ছবি প্রতিস্থাপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন, দিপু চৌধুরী, আবুল কালাম, রানা মুজিব, নাজমুল কবীর, খোকন শাহ, শওকত খন্দকার প্রমুখ।