পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. আলাউদ্দিন মুন্সি (৫৩) ও মো. সেলিম মুন্সি (৪৮) নামের দুই ব্যক্তি খুন হয়েছেন। সম্পর্কে তাঁরা আপন চাচাতো ভাই। সেলিম মুন্সি আদাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটে। আলাউদ্দিনের বাবার নাম আমির হোসেন মুন্সি ও সেলিম মুন্সির বাবার নাম খোরশেদ মুন্সি।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলাউদ্দিনের পরিবারের সঙ্গে সেলিম মুন্সির পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে আলাউদ্দিন মুন্সি তাঁর দুই ছেলেকে নিয়ে সেলিম মুন্সির ওপর হামলা চালান। নিজেকে রক্ষা করার জন্য দৌড়ে সামসু মুন্সির ঘরে ঢোকেন সেলিম। সেখানে গিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দুই পক্ষের লোকজন এলে তাদের মধ্যে মারামারি হয় এবং আলাউদ্দিনও মারা যান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাব।’