যশোরের অভয়নগর উপজেলায় গ্রামের বাড়িতে তীব্র প্রসববেদনা ওঠে অন্তঃসত্ত্বা নারী আকলিমা খাতুনের (২৩)। স্বজনেরা দ্রুত ব্যাটারিচালিত অটোরিকশায় করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পথে রওনা হন। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে অটোরিকশার মধ্যেই পুত্রসন্তান প্রসব করেন আকলিমা। আজ বুধবার বেলা ১১টার দিকে এমন ঘটনা ঘটে।
প্রসূতি আকলিমা খাতুন উপজেলার বগুড়াতলা গ্রামের দিনমজুর রুবেল সরদারের (২৯) স্ত্রী। রুবেল-আকলিমা দম্পতির সাত বছরের মেয়ে ও পাঁচ বছরের এক ছেলে আছে।
রুবেল সরদার বলেন, আজ বুধবার ভোর পাঁচটার দিকে তিনি মাটি কাটার কাজ করতে যান। সকাল আটটার দিকে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, তাঁর স্ত্রী আকলিমা খাতুনের প্রসবব্যথা উঠেছে। তিনি দ্রুত কাজ ফেলে সেখান থেকে বাড়ি ফিরে আসেন। সকাল ১০টার দিকে তিনি একটি অটোরিকশা ভাড়া করে স্ত্রীকে নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। সঙ্গে ছিলেন তাঁর শাশুড়ি ও অপর এক স্বজন। প্রায় ১৪ কিলোমিটার ঘুরে ভৈরব সেতু পার হয়ে বেলা ১১টার দিকে অটোরিকশাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে এসে থামে। আকলিমাকে নামানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ঠিক ওই সময় অটোরিকশার মধ্যে তাঁর স্ত্রী পুত্রসন্তান প্রসব করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগে খবর দেওয়া হয়। পরে দুজন স্বাস্থ্যকর্মী এসে তাঁর স্ত্রী ও নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় প্রসূতি বিভাগে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সটির মিডওয়াইফ নূপুর মজুমদার বলেন, অটোরিকশার মধ্যেই আকলিমা খাতুন পুত্রসন্তান প্রসব করেছেন। পরে সন্তানসহ মাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মা ও সন্তান প্রসূতি বিভাগে আছেন। দুজনেই সুস্থ। নিয়মানুযায়ী, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোনো সমস্যা না হলে আগামীকাল সকালে তাঁদের ছাড়পত্র দেওয়া হবে।