সদ্য ঘোষিত বরগুনার বেতাগী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির একটি অংশ। বৃহস্পতিবার বেতাগী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির।
লিখিত বক্তব্যে তিনি বলেন, যেসব নেতা আওয়ামী লীগের লেজুড়বৃত্তি করে আসছেন টাকার বিনিময়ে, তাঁদের নিয়ে কমিটি গঠন করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ওরফে ফারুক মোল্লা, সদস্যসচিব তারিকুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক ও কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান ওরফে মামুন মোল্লা। বিএনপির মূলধারার নেতা–কর্মীদের বাদ দিয়ে যাঁরা ১৪ বছর ধরে কোনো কর্মীর খোঁজ রাখেননি, তাঁদের নিয়ে উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠনের পর দলের নেতা–কর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে এবং এতে করে ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আন্দোলন বাধার সম্মুখীন হবে বলে মনে করেন শাহজাহান কবির।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘বেতাগীর ত্যাগী নেতাদের বাদ দিয়ে আহ্বায়ক করা হয়েছে মো. হুমায়ূন কবিরকে। ১১ সদস্যের কমিটির ৫ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় সরকারের গায়েবি মামলায় আসামি হয়ে যাঁরা মাসের পর মাস হাজতে ছিলেন, জেলার নেতারা তাঁদেরও কমিটিতে রাখেননি। আমরা এটা প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়ার দাবি জানাই।’
টাকার বিনিময় কমিটি করার অভিযোগ অসত্য বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ জে এম সালেহ ফারুক। তিনি প্রথম আলোকে বলেন, ভোটাভুটির মাধ্যমে বেতাগী উপজেলা বিএনপির কমিটি নির্বাচন করা হয়েছে।