পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।
রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতিনির্ধারণী ব্যক্তিবর্গের সঙ্গে জরুরি আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১ (১২) অনুযায়ী সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড ঘোষণা করা হলো। ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছাত্রসংগঠন ও পেশাজীবী সংগঠন বন্ধ থাকবে।
এ প্রসঙ্গে বিজন কুমার ব্রহ্ম বলেন, ‘উপাচার্য মহোদয় রিজেন্ট বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।’
আবাসিক হল থেকে পিস্তল–ছুরি উদ্ধার
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল খুলে দেওয়ার পর গতকাল বিকেলে ছাত্রলীগ নেতাদের কক্ষে তল্লাশি চালায়। এ সময় তাঁদের কক্ষ থেকে একটি পিস্তল, ছোট–বড় কয়েকটি রাম দা, ছুরি, হাসুয়া, রড, জিআই পাইপ, লাঠি, মদ, ফেনসিডিলের বোতল ও অস্ত্র উদ্ধার করেছে।
হলের প্রভোস্ট আমিরুল ইসলাম বলেন, হল খুলে দেওয়ার পর অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর অনেকেই হল ছেড়ে চলে গেছেন। ছাত্রলীগ নেতাদের কক্ষগুলো তালাবন্ধ ছিল। পরে তালা ভেঙে তল্লাশি চালানো হলে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র প্রক্টরের কাছে জমা রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।