কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্বশত্রুতার জেরে স্বপন আহমেদ (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত স্বপনের স্বজনদের ভাষ্য, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। এ ঘটনায় আরও একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী রামচন্দ্রপুর (বাল্লক) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বপন আহমেদ বাল্লক এলাকার প্রয়াত সুলতান আহমেদের ছেলে। তিনি ঢাকায় পোশাক বিক্রি করতেন। এ ঘটনায় গুরুতর আহত মোফাজ্জল হোসেন একই এলাকার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন রাতে প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে স্বপন আহমেদকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকারীরা মাদক কারবারি কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিহত স্বপনের ভাই আক্তার হোসেন বলেন, পূর্ববিরোধের জেরে আজ সকালে পাশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কইকলা এলাকায় তাঁর চাচাতো ভাই শাহজালালের সঙ্গে তাঁদের এলাকার সালাউদ্দিনের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে সালাউদ্দিন, তাঁর ভাই আবুল হোসেনের নেতৃত্বে চিহ্নিত মাদক কারবারিরা দেশি অস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতে হামলা করতে আসেন। এ সময় হামলাকারীদের দেখে শাহজালাল বাড়ির পাশের একটি ঝোপে লুকিয়ে পড়েন। সেখানে গিয়েও তাঁর ওপর হামলা করেন মাদক কারবারিরা। এ সময় শাহজালালের ভাই আনসার সদস্য মোফাজ্জল হোসেন ও তাঁর ভাই স্বপন আহমেদ হামলাকারীদের বাধা দিলে তাঁদের দুজনকেও এলোপাতাড়ি কোপানো হয়।
আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, হামলাকারীরা দুজনকে কুপিয়ে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। স্বজনেরা তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় স্বপনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া মোফাজ্জল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, সন্ধ্যার পর নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কাল রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।