পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকায় নির্মাণাধীন আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) তাপবিদ্যুৎকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে আরপিসিএলের প্রশাসন বিভাগের উপব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার পর আজ শুক্রবার ভোরে শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪) নামের দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেতন–বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনায় ১৭ জুলাই শ্রমিকেরা তিনজন চীনা নাগরিকসহ আরপিসিএলের চার নিরাপত্তাকর্মীকে মারধর করেন। এ সময় বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে প্রায় সাত লাখ দুই হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে কলাপাড়া থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, মামলা হওয়ার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।