কক্সবাজারের রামু কলেজের অধ্যক্ষ মুজিবুল আলমের অপসারণ চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ। আজ দুপুরে
কক্সবাজারের রামু কলেজের অধ্যক্ষ মুজিবুল আলমের অপসারণ চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ। আজ দুপুরে

রামু সরকারি কলেজ

অধ্যক্ষের অপসারণ ও ক্লাস চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কক্সবাজারের রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাস ও অধ্যক্ষের কার্যালয়ের সামনে অধ্যক্ষের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থী এমদাদুল হক বলেন, ‘সম্প্রতি জেলাজুড়ে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হলে তিনি (অধ্যক্ষ) রামু কলেজে কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেননি। ছাত্রলীগ ও পুলিশ দিয়ে শিক্ষার্থীদের হয়রানি, মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন। আমরা (শিক্ষার্থীরা) আওয়ামী লীগ সরকারের দোসর এই অধ্যক্ষের ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ চাই।’

আরেক শিক্ষার্থী সাজিব আলম বলেন, ‘সরকার পতনের পর থেকে অধ্যক্ষ টানা কলেজে অনুপস্থিত রয়েছেন। তিনি কাউকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেননি। এরই মধ্যে গত রোববার প্রথম বর্ষের ক্লাস শুরু হলে মাত্র এক ঘণ্টা পর ছুটি দেওয়া হয়। শুধু তা–ই নয়, আন্দোলনরত শিক্ষার্থীদের ভয়ে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব শ্রেণি কার্যক্রম স্থগিত করে দেন। আমরা আগামীকাল মঙ্গলবার থেকে ক্লাস চালুর দাবি জানাচ্ছি।’

আরও কয়েক শিক্ষার্থী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষকে অপসারণ করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

আজ সোমবার ক্লাস বন্ধ থাকায় কলেজে কোনো শিক্ষকের উপস্থিতি লক্ষ করা যায়নি। অধ্যক্ষকেও কলেজে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্যও পাওয়া যায়নি।

তবে কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া বলেন, সোমবার তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন অধ্যক্ষ। তবে তিনি এ–সংক্রান্ত কাগজ দেখাতে পারেননি। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান সুপ্রতীম বড়ুয়া।