হবিগঞ্জে ১০৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, বস্তায় ছিল নগদ ১৬ লাখ টাকা

হবিগঞ্জ জেলার মানচিত্র
হবিগঞ্জ জেলার মানচিত্র

হবিগঞ্জের বাহুবলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১০৮ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা চিনির বস্তার ভেতর থেকে নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। আজ শুক্রবার মিরপুর বাজারের একটি বাসায় এ অভিযান চালানো হয়

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে সেনাবাহিনী ভোররাতে বাহুবলের মিরপুর বাজারে স্থানীয় ব্যবসায়ী রহমত আলীর বাসায় অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর সঙ্গে ছিলেন বাহুবল থানান পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। রহমত আলীর বাসার নিচতলা ও দোতলা থেকে ১০৮ বস্তা ভারতীয় চিনি ও ৬০ কেজি জিরা জব্দ করা হয়।

অভিযানে যুক্ত সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, যে চিনিগুলো জব্দ করা হয়েছে, তা চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চিনি। এগুলো ওই বাসায় মজুত করে বিভিন্ন স্থানে তা বিক্রি করা হতো।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ভারতীয় চিনির বস্তার গায়ে দেশীয় কোম্পানির লোগো ছিল, যাতে বোঝানো যায় এগুলো দেশীয় কোম্পানির চিনি। বস্তার ভেতরে সেলাই করে নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা রাখা ছিল। এসবের সঙ্গে টাকা গণনার একটি যন্ত্রও জব্দ করা হয়। এসব মালামাল জব্দকালে ২ জনকে আটক করা হলেও পরে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ দুজন শ্রমিক ছিলেন।