কামারজানিতে গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ মণ পাট পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকালে
কামারজানিতে গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ মণ পাট পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকালে

গাইবান্ধায় গুদামে আগুন, পুড়েছে ৬০০ মণ পাট

গাইবান্ধা সদর উপজেলার কামারজানিতে গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ মণ পাট পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার লোকজন আজ সকালের দিকে গোঘাট এলাকার জহিরুল হকের একটি পাটের গুদামে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে গুদামের এক-তৃতীয়াংশ পাট আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাসিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গুদামের মোট ১ হাজার ৫০০ মণ পাট ছিল, যার প্রায় ৬০০ মণ পুড়ে গেছে।

নাসিম রেজা জানান, গুদামঘরসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ বলা যাবে।