বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ঘোড়া প্রতীকের প্রার্থী রেজবি উল কবিরের এক কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আনারস প্রতীকের প্রার্থী তালতলী উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান মিন্টুর কর্মীরা মারধর করেন বলে ভুক্তভোগী কর্মী আলমগীর মীর তালতলী থানায় লিখিত অভিযোগ করেন। গতকাল বুধবার বেলা ৩টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজ বাজারে মারধরের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মিন্টুর কর্মী সোনাকাটা ইউনিয়নের কবিরাজ পাড়া এলাকার মো. রাব্বি (২২), তারেক (২৪), জাফর (৪০) ও জলিল (৩৫) মিলে আলমগীর মীরের দোকানের সামনে টাঙানো ঘোড়া প্রতীকের প্রার্থী রেজবি উল কবিরের পোস্টার ছিঁড়ে ফেলেন। আলমগীর মীর পোস্টার ছেঁড়ার কারণ জিজ্ঞাসা করলে ক্ষুব্ধ হয়ে তাঁরা দোকান থেকে টেনে নামিয়ে তাঁকে মারধর করেন। সেই সঙ্গে নির্বাচনী প্রচার থেকে সরে যেতে আলমগীর মীরকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সাত হাজার টাকা নিয়ে গেছেন তাঁরা।
ঘোড়া প্রতীকের প্রার্থী রেজবি উল কবির বলেন, আনারস প্রতীকের প্রার্থীর কর্মীরা অন্যায়ভাবে তাঁর কর্মীকে মারধর করেছেন। তাঁরা নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
এ বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তাঁরা উল্ট আমার ব্যানার পোস্টার ছিঁড়েছে। ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ থানায় দাখিল করছে। বর্তমানে মাঠে আমার অবস্থান ভালো, এই দেখে তারা এসব কার্যক্রম চালাচ্ছে।’
তালতলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এক কর্মীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।