হরিণ
হরিণ

মানুষের ধাওয়ায় পায়রা নদে ঝাঁপ হরিণের, পরে জেলের জালে আটকা

বরগুনা সদর উপজেলার বালিয়াতলী এলাকায় স্থানীয় মানুষের ধাওয়ায় প্রাণ বাঁচাতে পায়রা নদে ঝাঁপ দেয় একটি হরিণ। সে অন্য তীরে যাওয়ার চেষ্টা করে। এ সময় জেলেদের জালে আটক পড়ে হরিণটি।

জেলেরা হরিণটিকে তীরে নিয়ে এলে স্থানীয় বন বিভাগের বিট অফিসের লোকজন গিয়ে উদ্ধার করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের দিন সন্ধ্যায় বালিয়াতলী এলাকায় একটি হরিণকে মানুষ ধাওয়া দেয়। হরিণটি পায়রা নদে ঝাঁপ দিয়ে অন্য তীরে তালতলী উপজেলার দিকে যাওয়ার পথে জালে আটকা পড়ে। জেলেরা হরিণটিকে উদ্ধার করে তীরে এনে স্থানীয় বাবুগঞ্জ পুলিশ ফাঁড়িতে জানান। তাদের কাছ থেকে খবর পেয়ে বাবুগঞ্জ বিট কার্যালয়ের কর্মীরা হরিণটিকে নিয়ে যান। সেখানে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে বাবুগঞ্জ বিট কার্যালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাবুগঞ্জ বিট এলাকার বনে কোনো হরিণ নেই। চোরাকাবারিদের ধাওয়া খেয়ে পাথরঘাটার হরিণঘাটা বন থেকে হরিণটি বিষখালী নদীতে আসতে পারে। অথবা শিকারিদের কাছ থেকে ছুটে আসতে পারে হরিণটি।

বাবুগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক মো.সাইফুজ্জামান প্রথম আলোকে এই খবরের সত্যতা নিশ্চিত করেন।

বাবুগঞ্জ বিট কর্মকর্তা মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, উদ্ধার করা হরিণটি তালতলী উপজেলার টেংরাগিরি ইকোপার্কে অবমুক্ত করা হবে। হরিণটি সুস্থ আছে।