সড়কের পাশে জঙ্গল। ওই সড়ক দিয়ে ইজিবাইক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। কান্নার আওয়াজ পেয়ে তিনি ইজিবাইক থামিয়ে জঙ্গলের ভেতরে যান। সেখানে কবরের ওপর একটি নবজাতককে দেখতে পান। তিনি নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে ওই নবজাতককে ময়মনসিংহের নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় নান্দাইলের মুশুলি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার তারেরঘাট রসুলপুর এলাকার গ্রামীণ সড়ক দিয়ে ইজিবাইক চালিয়ে যাচ্ছিলেন সুরুজ মিয়া। তিনি বলেন, হঠাৎ সড়কের পাশে জঙ্গলের ভেতর থেকে তিনি শিশুর কান্নার আওয়াজ পান। ইজিবাইক থামিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে দেখতে পান একটি কবরের ওপরে কাপড়ের টুকরা দিয়ে প্যাঁচানো নবজাতক পড়ে আছে। নবজাতককে উদ্ধার করে সরাসরি নান্দাইল মডেল থানায় নিয়ে যান। পরে থানা থেকে নবজাতককে হাসপাতালে পাঠানো হয়।
নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. মাহমুদুল জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন সুস্থ আছে। শিশুটির বয়স দুই থেকে তিন দিন হবে।
আজ শনিবার সকালে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ জানান, শিশুটি সুস্থ আছে। তাকে কে বা কারা জঙ্গলের ভেতর ফেলে গেল, তা নিয়ে অনুসন্ধান করছে পুলিশ। ঘটনাটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।