চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. শাহ আলম (৬৫)। তিনি গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। আজ রোববার সকাল পৌনে সাতটার দিকে ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) জাহাঙ্গীর আলম বলেন, শাহ আলম ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে রেলপথ ধরে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ইঞ্জিনবাহী একটি ট্রেনে কাটা পড়েন তিনি। এতে তাঁর বাঁ পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল্লাহ আল ফারুক প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
রেলওয়ের চকরিয়া স্টেশনের ইনচার্জ মো. ফরহাদ চৌধুরী বলেন, সকালে দুটি ট্রেন কক্সবাজারে গেছে। এর মধ্যে ইঞ্জিনবাহী ট্রেনে কাটা পড়ে শাহ আলম মারা গেছেন। রেললাইনে সব সময় ১৪৪ ধারা জারি থাকে। চট্টগ্রাম-কক্সবাজার নতুন রেলপথ হওয়ায় আশপাশের মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ফলে দুর্ঘটনা ঘটছে।