সিলেটের তামা‌বিল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে এক ইউপি চেয়ারম্যান আটক

সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর
ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় এক ইউপি চেয়ারম্যানকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে দিয়েছে বিজিবি। আটক ব্যক্তির নাম মো. নোমান হোসেন (৩৮)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি একই ইউনিয়নের লালাপুর গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাঁকে তামাবিল তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশনে আটক করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার পথে ইউপি চেয়ারম্যান মো. নোমান হোসেনকে আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা সন্দেহভাজন হিসেবে আটক করেছে। পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, নোমান হোসেনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। পুলিশ আরও জানায়, জামিনে থাকা আসামি বিদেশে গমন করতে পারবেন না। এ কারণে আটক নোমান হোসেনকে বেলা পৌনে দুইটার দিকে গোয়াইনঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ প্রথম আলোকে বলেন, আটক ইউপি চেয়ারম্যান গোয়াইনঘাট থানায় রয়েছেন। তাঁরা হবিগঞ্জ সদর থানায় যোগাযোগ করেছেন। সদর থানা-পুলিশ গোয়াইনঘাট থানায় এসে তাঁকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, নোমান হোসেন আগের একটি মামলায় জামিনে রয়েছেন। তবে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলাকারীদের বিষয়ে থানায় দায়ের করা আরেকটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নিয়ে আসা হচ্ছে। তবে তিনি আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত নন।

এক প্রশ্নের জবাবে ওসি আলমগীর  বলেন, আওয়ামী লীগে নোমান হোসেনের কোনো পদপদবি নেই। তবে গত ইউপি নির্বাচনে তিনি নৌকার প্রার্থী হতে মনোনয়ন চেয়েছিলেন।